মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ ‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্য্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনাও প্রদান করা হয়।
এ সময় ৪ টি ক্যাটাগরিতে ৪ সংবির্ধত জয়িতারা হলো সমাজসেবা ক্যাটাগরিতে নাছিমা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জিকরের জাহান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লায়লা বেগম ও সেলিনা বেগম।
মিরসরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নাছির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।