উখিয়ায় দেশীয় শর্টগান ও ৪ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ৮ নং ক্যাম্পের ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় শর্টগান ও ৪ রাউন্ড গুলিসহ মোঃ রফিক নামের ১ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে ৮ নং ক্যাম্পের ইস্ট এর বি/৩৯ ব্লকস্থ রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,৭ নং ক্যাম্পের ৪/ই-ব্লকের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ রফিক (২২)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ পাওয়া যায় যে, ক্যাম্প-০৮ ইস্ট এলাকায় দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে এবং যে কোন সময় সন্ত্রাসী কার্যক্রম ঘটাতে করতে পারে। বিষয়টি ০৮ এপিবিএন, পানবাজার পুলিশ ক্যাম্পে অবহিত করা হলে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর, বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং এর তত্ত্বাবধানে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৯ ব্লকস্থ রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রফিক (২২),কে দেশীয় একটি শর্টগান ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয় । উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন