মিরসরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে মিরসরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মিরসরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মিরসরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রিয়তোষ নাথের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নাছির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।