হাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এখানে মোট ২৩ টি স্টল স্থান পেয়েছে।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুউদ্দীন মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম এ বিষয়ে বলেন, বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যেসব থিউরি শিখছে এবং নিজেদের উদ্ভাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের প্রজেক্ট তৈরি করে এখানে নিয়ে এসেছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আরো বিজ্ঞানভিত্তিক বিষয় বস্তু উদ্ভাবন করতে সহযোগিতা করবে।