মিরসরাই উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮০০ পিস ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার থেকে তাদেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে নুর আহাম্মদ (৪২), একই ইউনিয়নের ছিরারটেক এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুছ ছবুর, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আন রেজিস্টার ক্যাম্পের ফিরোজ আলমের ছেলে নুরুল হক (৪২) ও একই ক্যাম্পের নুর ছালামের ছেলে ইউনুস (৩০)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন রোহিঙ্গাও আছে। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।