বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ফের মোবাইলকোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাপোড়া এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে নুরুল আবছার (৩৮) নামে এক যুবককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করায় নাপোড়া এলাকার নুরুল আবছারকে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা পূর্বক ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
উল্লেখ্য, বাঁশখালী উপজেলার একই ইউনিয়নে পাহাড় কাটার দায়ে গত সোমবার বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ৮নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শের আলী নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।