আজ ঢাকায় এলডিপি’র বিক্ষোভ সমাবেশ

সারাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান পাল্টাপাল্টি কর্মসূচী তথা উত্তাপের মধ্যে আজ বুধবার (২ নভেম্বর) দুপুর ২টায় ঢাকায় অনুষ্ঠিত হবে লিবারেল ডেমােক্রেটিক পার্টি-এলডিপি’র বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত সমাবেশে দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযােদ্ধা ড.কর্নেল অলি আহমদ (অবঃ) বীরবিক্রম সভাপতিত্ব করবেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক এলডিপি’র এ সমাবেশের দিকে ভিন্নরকম দৃষ্টি রয়েছে রাজনৈতিক বোদ্ধাদের। বিদ্যুৎ, জ্বালানীসহ নিত্য পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি, দূর্নীতি ও লুটপাট, রাজনৈতিক জুলুম, গুম, খুনের প্রতিবাদ, বেগম খালেদা জিয়া ও সকল রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নিশীরাতের অবৈধ সংসদ বাতিল ও সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে আন্দোলনে থাকা বৃহৎ জোটের অন্যতম শরীক এলডিপি’র এ সমাবেশকে ঢাকার জন্য অনেকে টেস্ট কেসও বলছেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র ঢাকা সমাবেশের আগে এলডিপি’র এ বিক্ষোভ সমাবেশও তাই গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন