মিরসরাইয়ে ড্রেজার ডুবি : দুই ভাইয়ের মরদেহের অপেক্ষায় সাগরপাড়ে ৩৬ ঘণ্টা এনায়েত
মিরসরাইয়ে ড্রেজার ডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের জন্য সাগর পাড়ে প্রায় ৩৬ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন এনায়েত উল্ল্যাহ। এর মধ্যে বুধবার (২৬ অক্টোবর) সকালে ছোট ভাই ইমাম মোল্লার মরদেহ উদ্ধার হলেও বুধবার রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ বড় ভাই শাহিন মোল্লা। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ভাইদের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।
ছোট ভাই ইমাম মোল্লার লাশ উদ্ধারের পর দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেও তিনি বড় ভাইয়ের লাশের অপেক্ষায় সাগর পাড়ে অবস্থান করছেন।
এনায়েত উল্ল্যাহ অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আমার আপন দুই ভাই ও অপর চাচাতো-জেঠাতো ৬ ভাই বালু উত্তোলনের ড্রেজার উল্টে ভেতরে আটকে পড়ে। রাতে বিষয়টি শোনার পর তাৎক্ষণিক রওয়ানা দিয়ে সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌঁছে তেমন কোন উদ্ধার তৎপরতা চোখে পড়েনি। দুপুর ২ টা বাজলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। এরপর তারা যেনতেনভাবে উদ্ধার চালায়। কিন্তু ড্রেজার থেকে কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি।
আমি ফায়ার সার্ভিসের লোকজনকে বারবার বলেছি, আমি আপনাদের সঙ্গে উদ্ধার অভিযানে যাই। কিন্তু তারা আমাকে নিয়ে যায়নি। এরপর রাত ৯ টার দিকে আল-আমিন নামে একজনের মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে আমার ছোট ভাইয়ের মরদেহসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে, তাদের পাইছি কিনা। কিন্তু বাড়িতে কোন খবর দিতে পারছি না। ভাইদের শরীরের হাড্ডি হলেও নিয়ে যেতে চাই। তাহলেও অন্তত মনকে বুঝাতে পারবো তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস, প্রশাসন সবাই প্রথমে অবহেলা করেছে। তারা যদি দ্রæত উদ্ধার অভিযান শুরু করতো তাহলে আরও আগে মরদেহগুলো পাওয়া যেত। তাদের শরীরের এভাবে পচন ধরতো না।