মিরসরাইয়ে ড্রেজার ডুবি :স্ত্রীকে ঘরে তোলা হলোনা ইমাম মোল্লা’র

পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার ৬ নং চর জৈনকাঠী ইউনিয়নের জৈনকাঠী গ্রামের মোল্লা বাড়ীর আনিস মোল্লার ছেলে ইমাম মোল্লা। সাত মাস আগে একই এলাকার তানিয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রæয়ারিতে অনুষ্ঠান করে ঘরে বউকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন ইমাম মোল্লা।

সোমবার (২৪ অক্টোবর) মিরসরাই উপকূলের স›দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে নিহত হন ইমাম মোল্লা (২৮)। এই ঘটনায় আট জন শ্রমিক নিখোঁজ হন। এদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইমাম মোল্লার ফুফাতো ভাই আলী আহম্মদ বলেন, ‘সাত মাস আগে ইমাম মোল্লার সঙ্গে একই এলাকার তানিয়ার আকদ হয়েছে। আগামী জানুয়ারি অথবা ফেব্রæয়ারিতে অনুষ্ঠান করে বউকে ঘরে তুলে আনার কথা ছিল। এখন কোথায় বিয়ের অনুষ্ঠান! ভাইয়ের মরদেহ লাশবাহী গাড়ি করে বাড়িতে যাবে। সবই আল্লাহর খেলা।’

তিনি আরও বলেন, ‘সোমবার রাতে ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রিজার্ভ গাড়ি নিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ঘটনাস্থলে পৌঁছেছি। এখনো পর্যন্ত আমার আরেক মামাতো ভাই শাহিন মোল্লার মরদেহ উদ্ধার করতে পারেনি প্রশাসন। সারা রাত সাগরপাড়ে বসে রাত কাটিয়েছে, আজও কাটাতে হবে।’

আরও পড়ুন