মিরসরাইয়ে ড্রেজার ডুবি : ব্যাগগুলো পড়ে আছে, মানুষগুলো নেই
সাগর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কতগুলো ব্যাগ। ব্যাগের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, টুপি, কাঁথা ও মোবাইল চার্জার। তবে ব্যাগের মালিকগুলো নেই। সাগওে ড্রেজার ডুবির পর থেকে তারা নিখোঁজ। ঘটনার ৪৮ ঘন্টারপরও ৪ জনের সন্ধান মিলেনি।
মিরসরাইয়ে সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে তাদের ব্যবহৃত ব্যাগগুলো সাগর পাড়ে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা।
ব্যাগগুলো দেখিয়ে নিখোঁজ আলম সরদারের ভাই সিদ্দিকুর রহমান বলেন, ‘এগুলো আমার ভাইদের ব্যাগ। ব্যাগে তাদের ব্যবহৃত জিনিসগুলো পড়ে আছে। চারজনের লাশ উদ্ধার হলেও এখনো আমার ভাইসহ চারজন নিখোঁজ। কতক্ষণে ভাইয়ের লাশ পাবো বুঝতে পারছি না।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, ‘নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারে তৎপরতা চলছে।’