হাটহাজারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এবারের এই প্রতিপাদ্যে চট্টগ্রামের হাটহাজারীতে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২২” উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে জন্ম-মৃত্যু বিষয়ক গুরুত্বপূর্ণ এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহানিয়া বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শওকত আলম, আলহাজ্ব আবুল মনছুর, আকতার হোসেন খান সুমন, মুজিবুর রহমান মুজিব, হারুনুর রশিদ, নুরুল আহসান লাভু, সালাউদ্দিন চৌধুরী, সরোয়ার মোর্শেদ তালুকদার, মো. শাহেদুল আলম, জয়নুল আবেদীন, মো. সরোয়ার, আব্দুল খালেক, মো. জাহেদ সহ সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. শাহিদুল আলম বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। আর এটাকে আরও কার্যকরী করার জন্য আজকের এই দিনে দিবসটি জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।

আরও পড়ুন