মিরসরাইয়ে লরি চাপায় কিশোর নিহত

মিরসরাইয়ে লরি চাপায় আতিকুল হাসান শাহরিয়া (১৯) নামে ক্রেন সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত ১ টার সময় উপজেলার বিএসআরএম স্টীল মিল কারখানার ভিতরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাফিজ গ্রামের খলিলুর রহমান ক্বারী বাড়ীর আমিন শরীফের পুত্র।

সে গত ছয় মাস পূর্বে বিএসআরএম স্টীল মিলের সাপ্লাইয়ার সিজদা মোটর্সের ক্রেন সহকারী হিসেবে কাজে যোগদান করেন।

সিজদা মোটর্সের মেকানিক্যাল ফোরম্যান মাজেদুল ইসলাম বলেন, বুধবার রাতে আতিকুল কাজ করার সময় একটি গাড়ি আনলোড করার পরেই মোহাম্মাদীয়া এন্টারপ্রাইজের একটি লরি আনলোড করার জন্য আসে ঘটনাস্থলে। এসময় আতিকুল পিছনে দাঁড়ানো ছিল। ওই গাড়িটি পিছনে ব্রেক দেওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে সে। সাথে সাথে গাড়ির চালক এবং সহকারী পালিয়ে যায়। পরবর্তীতে আমাদের ক্রেন চালকসহ কয়েকজন এসে উদ্ধার করে কারখানার একটি গাড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আতিকুলের পরিবারের অবস্থা খুবই খারাপ। পড়ালেখা ছেড়ে গত ৬ মাস পূর্বে আমাদের কোম্পানির ক্রেন সহকারী হিসেবে কাজ শুরু করেন। তার আরো এক ভাই ও দুই বছরের একটি ছোট্ট বোন রয়েছে। বৃ

হস্পতিবার জোহরের নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে ছেলেকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আতিকুল হাসান শাহরিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন