রাউজানে ওষুধ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে নকল, ভেজাল আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) পৌরসভার হলরুমে চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও রাউজান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সার্বিক ব্যাবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সম্পাদক সুবীর শীল সাগরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রসূন কান্তি দাশ দোলন।

বক্তব্য রাখেন সমিতির সহ সাংগঠনিক সম্পাদক লক্ষী কান্তি দাশ, মো. খালেদ আনছারী, টিপু দেবনাথ, মো. গোলাম মোস্তফা, ডা. টিংকু দাশ গুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, যারাই নকল, ভেজাল আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। নির্ধারিত মূল্যে যাতে মানুষ ওষুধ কিনতে পারে সে ব্যাপারে রাউজান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন