আনোয়ারায় বৈরাগ ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলন

মঞ্চ ভরপুর নেতা, দর্শকশূণ্য চেয়ার

খোদ ভূমিমন্ত্রীর উপজেলা আনোয়ারায় একটি ইউনিয়নের সম্মেলনে মঞ্চ ভরপুর নেতার উপস্থিতি থাকলেও দর্শক সারিতে বেশিরভাগ চেয়ারই খালি থেকে গেছে। নেতৃত্বের দূর্বলতা নতুবা অভ্যন্তরীণ কোন্দল না হলে এমন জীর্ণদশার মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের সম্মেলন আয়োজন হওয়ার কথা না বলে দায়িত্বশীল নেতাদের অভিমত।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন সন্ধ্যায় বন্দর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুর হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম.এ মালেক, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বাবু বিজন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মুজিবুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী।

সরেজমিনে দেখা যায়, সম্মেলনস্থলের প্যান্ডের নিচে বসানো বেশিরভাগ চেয়ারই পুরোটা সময়জুড়ে খালি ছিলো। জেলার সিনিয়র নেতাদের যে অনুষ্ঠানে অতিথি হিসেবে আসার কথা, সে অনুষ্ঠানে লোকেলোকারণ্য হওয়াটাই স্বাভাবিক। অথচ এখানে ভিন্নচিত্র দেখা গেছে। বরং উপস্থিত অতিথিবৃন্দ সকলেই এমন উপস্থিতি দেখে নাখোশ ও হতাশ হয়েছেন।

মঞ্চে এত সিনিয়র নেতার উপস্থিতি থাকলেও মাঠ খালি থাকাকে স্বাভাবিকভাবে নেয়নি উপস্থিত নেতৃবৃন্দ। নেতাদের অভিমত, আওয়ামীলীগ গণমানুষের দল। এখানে সম্মেলন আয়োজকদের গাফিলতি, অদূরদর্শিতা ছিলো বলেই এমন দৈন্যদশা পরিলক্ষিত হয়েছে। নেতৃবৃন্দ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিটি গঠনের কড়া নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন