বাঁশখালীতে টিসিবি’র পণ্য কারসাজি: ডিলারসহ ৪জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির সময় বিপুল পরিমাণ পণ্যসহ একটি ট্রাক জব্দ ও ৪ জনকে আটকের ঘটনায় ডিলারসহ ৪ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদ সচিব নোভেল ভট্টাচার্য বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় টিসিবি’র ডিলার আমান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আমান উল্লাহ চৌধুরী (৫৭), বিক্রয় কর্মী মারুফুল হক (২৮), রাহাদুল আলম রিয়াদ (৩২) ও মো. রাসেল (২৪)কে আসামি করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, ‘রাতের আঁধারে অবৈধভাবে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির সাথে জড়িত ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, বাঁশখালীর সাধনপুরে গভীর রাতের লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে টিসিবির পণ্য দোকানে বিক্রি করার সময় ৬৪০লিটার সয়াবিন তেল, ৩২০কেজি চিনি ও ৬৫০কেজি ডাল জব্দ করে উপজেলা প্রশাসন। এসময় টিসিবির পণ্যবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ৪জনকে আটক করে পণ্যবাহী ট্রাকটি জব্দ করা হয়। তবে ড্রাইভার হেল্পারের সংশ্লিষ্টতা না মেলায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বাঁশখালীতে গভীর রাতে অবৈধভাবে টিসিবি’র পণ্য বিক্রির দায়ে আটক ২ – CTG SANGBAD24

আরও পড়ুন