চন্দনাইশে কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন দোহাজারী ফরেস্ট রেঞ্জের সহযোগিতায় চন্দনাইশ উপজেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ফলদ, বনজ, ওষধি বিভিন্ন প্রজাতির ৫হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমা ভট্টাচার্য, কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রাণী সরকার, দোহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুল শুক্কুর, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহমদুর রহমান, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, কৃষকলীগ নেতা সেলিম উদ্দিন আসিফ, নুর হোসেন, খোরশেদ উদ্দিন মিন্টু, শহিদুল কবির শাহীন, আবুল কাশেম নূরী, সুভাষ বড়ুয়া, মফিজুর রহমান, পারভেজ গাজী, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন