মিরসরাইয়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী : ফুসকা বিক্রেতার ১ মাসের কারাদন্ড
মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর দায়ে ফুসকা-চটপটি বিক্রেতাকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আসামীর নাম রিপন সাহা (৩৫)। সে মিরসরাই সদর পোষ্ট অফিসের সামনে চটপটি ও ফুসকা বিক্রি করেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রিপন সাহাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মিরসরাই সদরের একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পড়ার জন্য সকাল ৭ টার দিকে যাওয়ার পথে ফারুকিয়া মাদ্রাসা রোড়ের ফারুকিয়া মাদ্রাসা এলাকায় নির্জন সড়কে একা পেয়ে রিপন শ্লীলতাহানী করে। এসময় রিপন সাহার হাত থেকে বাঁচতে শোর চিৎকার করলে আশপাশ থেকে মানুষ বের হলে রিপন পালিয়ে যায়। ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ওই সড়কে থাকা একাধিক সিসি ক্যামেরা পর্যালোচনা করে ছাত্রীর শ্লীলতাহানীর সত্যতা মেলে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রিপন সাহাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিপন সাহাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ’শ টাকা জরিমানার আদেশ দেন। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ফারুকিয়া মাদরাসা সড়কে থাকা একাধিক সিসি ক্যামেরায় ছাত্রীর শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা পরবর্তী হাজতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় অভিযুক্ত রিপন সাহাকে বিধি অনুযায়ী এক মাসের সাজা দেওয়া হয়েছে।