বাঁশখালীতে টমটম উল্টে স্কুল শিক্ষার্থী নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে টমটম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মো. সাকিব (১৫) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউপি’র ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার অভ্যন্তরিণ সড়কে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহত মো. সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার টুনা মিয়া সাওদাগরের বাড়ির মোজাম্মেল হক এর ছেলে। নিহত সাকিব বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীসূত্রে জানা যায়, ‘বন্ধুদের নিয়ে দুষ্টামি করে টমটম গাড়িতে উঠে তারা ৪ থেকে ৫ জন। টমটম নিয়ে ঘুরাঘুরিতে একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এতে মো. সাকিব নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এঘটনায় অন্যন্যরা কোন আঘাতপ্রাপ্ত হয়নি বলে জানা যায়।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সাকিবের মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রক্তক্ষরণ হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন তিনি।