চন্দনাইশে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর কার্যালয় এর নির্দেশনার আলোকে বিদ্যমান আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যেগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকার ওয়ান আজিজ শপিং সেন্টারের সামনে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, ফেরদৌস ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বশর ভূঁইয়া, বলরাম চক্রবর্তী, আব্দুল মালেক রানা, সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ পৌর আওয়ামী লীগ আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস শেখ টিপু চৌধুরী, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুল শুক্কুর, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, হাসিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র সভাপতি আবু তাহের চৌধুরী, আ.লীগ নেতা উৎপল রক্ষিত, সেলিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, আলমগীরুল ইসলাম চৌধুরী, আ.লীগ নেতা আলী আকবর, বরমা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জামিজুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দীন আলকাদেরী, চন্দনাইশ বৌদ্ধ পরিষদ সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া, চন্দনাইশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট তুষার সিংহ হাজারী, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার গাজী মো. মোজাম্মেল হক, যোশেফ ত্রিপুরা, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দক্ষিণ জেলা যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এএসএম মুছা তসলিম, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মনচুর আলী ফয়সাল, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, হাসিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া সমাবেশ ও র্যালিতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় গুরু, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিক, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, গ্রামপুলিশ ও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
সভায় বক্তারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।