রাউজানের সায়েম দুর্ঘটনার তিনদন পর মারা গেছেন
টানা তিনদিন নিবিড় চিকিৎসাধীন থেকেও অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত মীর সায়েম (২১)। গত শনিবার রাত ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত মীর সায়েম উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগীছা এলাকার মীর বাড়ির এস এম আবুল কালামের পুত্র।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তার বন্ধুদের সাথে মোটরসাইকেল করে লাম্বুর হাট বাজারে ঘুরতে গিয়ে ছিলেন। সেখানে থেকে আসার পথে বাইক থেকে সায়েম ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তার বন্ধুরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রায় তিনদিন আইসিইউতে থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। নিহত সায়েম কদলপুর স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
রবিবার সকালে নামাজে জানাযা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।