মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মিরসরাইয়ে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং ২ জন আহত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মুহুরী প্রজেক্ট বেড়ীবাঁধ সড়কের ঘাটঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল রানা (৩২)। সে ওচমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের হাজারী বাড়ী প্রকাশ বড় বাড়ীর সুজাউল হকের পুত্র। আশঙ্কাজনক অবস্থায় আহত সাইফুল ইসলাম টিটু (৩০) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিটু উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের উত্তর ধুম গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফের পুত্র। এসময় অপর আহত সিএনজি অটোরিক্শা যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত সোহল রানা ও সাইফুল ইসলাম টিটু যৌথভাবে মুহুরী প্রজেক্ট এলাকায় দীর্ঘদিন যাবত মৎস্য চাষ করে আসছিল। শনিবার সন্ধ্যায় তারা মৎস্য প্রকল্প দেখাশোনা করে মুহুরী প্রজেক্ট বাজারে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘাটঘর এলাকায় পৌঁছলে সড়কের দুরাবস্থার কারণে সৃষ্ট গর্তে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও সিএনজিঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সোহল রানাকে মৃত ঘোষণা করে। আহত সাইফুল ইসলাম টিটু (৩০) কে মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা এসএম শহীদ বলেন, মুহুরী প্রজেক্ট বেড়ীবাঁধ এলাকার ঘাটঘর এলাকার ওই স্থানে ইতিপূর্বে সোহেল চৌধুরী নামে মৎস্য ব্যবসায়ী দুর্ঘটনার শিকার হয়ে এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দ্রæত সড়কের ওই অংশ সংস্কার না করা হলে আরো প্রাণহানীর আশংকা করা হচ্ছে।

মস্তাননগর হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ফাহিম শাহরিয়ার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার সোহেল রানাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এসময় অপর আহত সাইফুল ইসলাম টিটুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওচমানপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিম উল্ল্যাহ চৌধুরী মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেল রানা নিহতের সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন