দক্ষিণ চট্টগ্রামের অগ্রসর জনপদ লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে আবারও প্রার্থী হয়েছেন ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ নুরুচ্ছাফা। ১০ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবারের নির্বাচনে নুরুচ্ছাফার ব্যালট নং-৫ বলে তিনি জানিয়েছেন। ১৯৯৭ ব্যাচের সাবেক এ শিক্ষার্থী ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। সুবিধা বঞ্চিত মানুষের সেবায় তিনি সাধ্যমতো সহযোগিতার হাত প্রসারিত করেন বলেই গতবারও তিনি সদস্য মনোনীত হয়েছিলেন।
গত কয়েক বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস তৈরী করে দেয়া, প্রয়োজনীয় সংখ্যক সহায়ক বই কিনে দেয়া, এসএসসি পরীক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তানদের ফরম পূরণের ব্যবস্থা করে দেয়ার যে কার্যক্রম ৯৭ব্যাচ পালন করছে তাতে নুরুচ্ছাফার অবদান অনস্বীকার্য বলে জানা গেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটিতে অভিভাবক সদস্য পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তরুণ সমাজকর্মী মোহাম্মদ নুরুচ্ছাফা বলেন, সাবেক শিক্ষার্থী হিসেবে এ বিদ্যালয়ের প্রতি একটা দরদ এবং দায়বদ্ধতাতো আছেই। সেই সাথে শিক্ষার কাজে নিজেকে সংশ্লিষ্ট করতে পারা ভাগ্যের ব্যাপার। আমি সবসময় সময় শিক্ষা সংশ্লিষ্ট যেকোন নিজেকে যুক্ত করার চেষ্টা করি।