সড়ক দুর্ঘটনায় নিহত মিশুর পরিবারের পাশে যুবলীগ নেতা এলিট
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী মিশুর পরিবারের পাশে দাড়িয়েছেন যুবলীগ নেতা এলিট। তিনি নিহত মিশুর দুই ভাইবোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন নিজ কাঁধে। তিনি মিশুর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গেলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
মিশুর স্বপ্ন ছিল এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেই স্বপ্নই দেখছিলো কৃষক সূর্য দেবনাথ ও তার পরিবার। কিন্তু লরি চাপায় মুহুর্তেই সেই আশা শেষ হয়ে গেল। কাঁদতে কাঁদতে সেদিনের ঘটনা বর্ণনা করছিলেন নিহতের বাবা সূর্য দেবনাথ।
সড়ক দুর্ঘটনায় নিহত অদম্য মেধাবী ছাত্রী মিশু রানী দেবীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। সেদিনের করুণ বর্ণনাা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি এলিট। এসময় তিনি নিহত মিশুর ভাই ও বোনের পড়ালেখার দ্বায়িত্ব নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, অসহায় পরিবারের দু:সময়ে আমি দু:খের ভাগীদার হতে পেরে ভালো লাগছে। পরিবারটির যেকোন সুবিধা-অসুবিধায় আমি আমার সাধ্যমতো থাকার চেষ্টা করবো।
উল্লেখ্য, গত ২ আগস্ট সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর সরকারি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মিশু রানী দেবী। তিনি উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া গ্রামের সূর্য দেবনাথের মেয়ে। সে নিজামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।