মারা গেলো পুলিশের গাড়ীর ধাক্কায় আহত শিক্ষক মঞ্জুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মঞ্জুর হোসেন মাইকেল (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

নিহত মঞ্জুর উপজেলার মুরাদপুর ইউনিয়নের মাঝি বাড়ির হোসেনুচ্ছাপার ছেলে এবং উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক মঞ্জুর। তার মোটরসাইকেলটি মহাসড়কের ওয়াপদা গেট এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন মঞ্জুর। পরে পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষক মঞ্জুর উল্টোপথে এসে ঢাকামুখী রোডে ব্যক্তিগত গাড়িতে থাকা ব্রাহ্মন বাড়িয়ার এসপি স্যারের গাড়িতে ধাক্কা দিয়ে দুর্ঘটনাকবলিত হন। সঙ্গে সঙ্গে তিনি আহত মঞ্জুরকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু আজ তিনি মারা গেছেন। এটি দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন