আনোয়ারায় সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় ২ জন আহত
আনোয়ারায় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা ধানের স্তুপের সাথে ধাক্কা খেয়ে ২ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার(২ সেপ্টেম্বার) বিকালে পিএবি সড়কের কালাবিবির দিঘি মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হল, মোহাম্মদ পারভেজ (২৮) ও নুর জাহান (৪০)। দূর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, শুক্রবার বিকালে পিএবি সড়কের কালাবিবির দিঘীর মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক নারী ২ জন আহত হয়। পুলিশ সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।