চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি সিগারেটসহ আটক ৩
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ও চার হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার সময় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মোঃ হাছান উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী এন.আর ট্রাভেলস বাস তল্লাশি করে যাত্রী বেশে ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক হাজার ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং ইউনিয়নের টাইপালং এলাকার আমির আলীর ছেলে মোঃ জামাল উদ্দিন (২০) ও টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের দক্ষিণ কচুবুনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ ইব্রাহিম (২৪) কে আটক করে।
এছাড়া একই স্থানে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার সময় উপপরিদর্শক (এস.আই) মো. হাছান উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাসে করে যাত্রী বেশে আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট চোরাচালানের মাধ্যমে পাচারকালে চার হাজার পিস বিদেশী সিগারেট সহ চট্টগ্রাম সিটি করপোরেশনের আকবরশাহ থানার বিশ্ব ব্যাংক কলোনী আবাসিক এলাকার (সাং-১৬৭/বি ব্লক) মো. আব্দুস সামাদের ছেলে মো. আব্দুল মতিন (৩০) কে আটক করে।
ইয়াবা ও সিগারেটসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”