আনোয়ারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

আনোয়ারায় সিএনজি অটোরিক্সা ও বাসে বাড়তি ভাড়া আদায়ের দায়ে বাস ও সিএনজি অটোরিক্সাকে ৮ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার( ৩১ আগস্ট) বিকালে উপজেলার চাতুরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন। এসময় তিনি বিভিন্ন পরিবহণ থামিয়ে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা জিজ্ঞাসও করেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং করে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যানচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি পরিবণকে ৮ টি মামলায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আনোয়ারায় অটোরিক্সায় ভাড়া নৈরাজ্য,যাত্রী হয়রানির অভিযোগ – CTG SANGBAD24

আরও পড়ুন