বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার জব্দ, ১লক্ষ টাকা জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অব্যাহত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার জব্দপূর্বক একজনকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে বাঁশখালী উপজেলার পুকুরিয়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান। এ সময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাঙ্গু নদী থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় আনোয়ারা উপজেলার বুরুমছড়ার শাহীন(২৬) নামে ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় সাধারণ সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান অভিযান শেষে বলেন, ‘পাহাড় কাটা, বালি উত্তোলনসহ জনস্বার্থে সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’