বিশ্ব দরবারে বাংলাদেশের আজ নতুন পরিচয় ভুতুড়ে রাষ্ট্র : ডা. শাহাদাত
বাংলাদেশের রাজনীতিতে মানুষ নাই হয়ে যাওয়ার অভিনব উপায় বের করে রাজনীতি তথা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে শেষ হাসিনার সরকার। বাংলাদেশের রাজনীতিতে গুমের সংস্কৃতি চালু করে এ পর্যন্ত কয়েকশ মানুষকেই খুন করেছে খুনী সরকার। কারও লাশ মিলেছে, কারো মিলেনি, কেউ পঙ্গু হয়েছে, কারও হদিস মিলেনি, কাউকে গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী করেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী এ গুম খুনের জবাব একদিন দেশের মানুষকে দিতে হবে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দৈনিক আমার দেশ পত্রিকা পরিবার কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, শেখ হাসিনার নাম শুধু বাংলাদেশ নয়, বিশ^ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এতগুলো মানুষকে কোনো জবাবদিহিতা ছাড়াই বেমালুম গায়েব করে ফেলার যে জঘন্য উদাহরণ তিনি বিশ^ময় তুলে ধরেছেন তা বাংলাদেশকে একটি ভুতুড়ে রাষ্ট্রের নতুন পরিচয় দিয়েছে।
দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহেদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আফতাব আহমেদ, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, ইঞ্জিনিয়ার নুরুল কবির, নারী ও শিশু ফোরামের সভাপতি বেলায়েত হোসেন, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ প্রমূখ।