হাটহাজারীতে ২০ হাজার ইয়াবাসহ আটক-২
চট্টগ্রামের হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ সুত্রে জানা যায়, রবিবার (২৮ আগস্ট) বিকালে সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের অভিযানকারী দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বর্ণিত বসত ঘরের সামনের কক্ষের ভিতরে বালুর নিচ হতে আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ আসামীদের আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। আটককৃতরা হলেন উপজেলার সন্দীপ কলোনীর মোঃ ইসমাইলের স্ত্রী মোছাম্মৎ নার্গিস বেগম (৪০) এবং তার পুত্র মোঃ তারেক (১৯)।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।