আটকের ৬মাস পর ভারত থেকে দেশে ফিরছে বাঁশখালীর ৩২জেলে

দীর্ঘ সাড়ে ছয়মাস পর অবশেষে ভারতে আটক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জেলে সহ বাংলাদেশী ৮৮ জন জেলে ফিরছেন দেশে।

ভারতের কারাগারে আটক বাঁশখালীর শাহ্ আলম মাঝি সিটিজি সংবাদ টুয়েন্টিফোর ডট কম বাঁশখালী প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, ‘সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ বিজিবি কে ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে, কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭জন সহ মোট ৮৮ জন জেলেকে বাংলাদেশে হস্তান্তর করেছে।

তিনি আরো জানান, সন্ধ্যায় তারা বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরে পৌছান। বর্তমানে তারা বঙ্গোপসাগরে আসার পথে। আগামী বুধবার (৩১ আগস্ট) সকাল ১১ টা নাগাদ বাঁশখালী এসে পৌছাবেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারী বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার সাড়ে ছয় মাস গড়িয়েছে। ভারতে আটক জেলেরা ভারতীয় হাইকমিশন থেকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রক্রিয়া শেষ করে অবশেষে আগামী বুধবার বাঁশখালী এসে পৌছাবেন। বর্তমানে তারা সোনার মদিনা ফিশিং বোটে যাত্রা করেছেন নিজেদের গন্তব্যে পৌছানোর জন্য।

ভারতীয় কারাগারে আটককৃত বাঁশখালীর ৩২ জেলেসহ বাংলাদেশী ৮৮ জন জেলেদের দীর্ঘ সাড়ে ছয় মাস পরে জামিনে মুক্তি পেয়ে দেশে ফেরার খবর শুনে শিলকূপের জেলে পাড়ায় স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অনেকে আনন্দ অশ্রুতে স্বজনদের ফেরার অপেক্ষায় উন্মুক হয়ে আছেন।

আরও পড়ুন