অবৈধ কাঠ জব্দ করলেন হাটহাজারী ইউএনও
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ আকাশমণি কাঠ জব্দ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলম।
সোমবার (২২ আগস্ট) সকালে পৌরসভা এলাকা থেকে অবৈধ কাঠগুলো জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলম বলেন, মূল্যবান আকাশমণি কাঠ পাচার করার সময় কাঠ ভর্তি জীপসহ (চাঁদের গাড়ি) আটক করা হয়। পরে অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে হাটহাজারী পৌরসভার সন্দ্বীপ পাড়া এলাকার মোঃ আলমগীর নামে এক ব্যক্তিকে বন আইন ১৯২৭ এর ২৬ (১ক) ধারায় দোষী সাব্যস্থ করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের জন্য কাঠ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।