চুয়েটে “প্লাস্টিকের দূষণ প্রতিরোধে টেকসই সক্ষমতা তৈরি” বিষয়ক গবেষণা প্রজেক্টের উদ্বোধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে “প্লাস্টিকের দ্বারা অপূরণীয় দূষণ কমাতে টেকসই সক্ষমতা তৈরি” (Sustainable Capacity Building to Reduce Irreversible Pollution by Plastics) শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় SCIP Plastics Project-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুর ১২টায় পুুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং SCIP Plastics Project-এর সায়িন্টিফিক এক্সপার্ট ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন SCIP Plastics Project-এর সায়িন্টিফিক এক্সপার্ট ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SCIP Plastics Project-এর সায়িন্টিফিক ডাইরেক্টর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী। অনুষ্ঠান সঞ্চালনা করেন SCIP Plastics Project-এর গবেষণা সহকারী ফারজানা খান দীনা।

উল্লেখ্য, “SCIP Plastics Project” প্রকল্পটি জার্মানির পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ ও নিউক্লিয়ার নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং কুয়েটের SCIP Plastics Project-এর সায়িন্টিফিক এক্সপার্ট অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, SCIP Plastics Project-এর লিডার ও জার্মানির বাওহাউস ইউনিভার্সিটি ভাইমারের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার একহার্ড ক্রাফট (Eckhard Kraft), কুয়েটের SCIP Plastics Project-এর সায়িন্টিফিক ডাইরেক্টর অধ্যাপক ড. মো. রাফিজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার এবং SCIP Plastics Project-এর কোর্ডিনেটর জর্জ বায়াসতোস (George Biastoch)।

আরও পড়ুন