রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ১০বসতঘর
চট্টগ্রামে রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুধীর তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- সুধীর তালুকদার বাড়ির চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, এনটাসন তালুকদার, গণেশ তালুকদার ও নটু তালুকদার।
জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে ক্ষতিগ্রস্থ তপন তালুকদার বসতঘর ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রতিবেশিা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও একে একে পুড়ে যায় ১০টি বসতঘর।
স্থানীয় ইউপি সদস্য মো. মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পাশের উপজেলা রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই সবকিছু পুড়ে যায়। এঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।