২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার কার্যকরের দাবিতে চট্টগ্রাম সরকারী কমার্স ছাত্রলীগের মিছিল
ভয়াল ২১ আগস্ট আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপর দেশের ইতিহাসের জঘন্যতম নারকীয় সন্ত্রাসী গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের দন্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবীতে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের ইতিহাসের জঘন্যতম নারকীয় সন্ত্রাসী এই গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের দন্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবীতে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিল পরবর্তী আয়োজিত সমাবেশে বক্তরা একুশে আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে এই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও কলেজস্থ মসজিদে নারকীয় এই হত্যাযজ্ঞে নিহত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ আলমগীর জোসি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলো, বিল্টু সেন, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, মিরাদুল আলম, প্রচার সম্পাদক ওসমান গনি, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক সৈকত চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকু চার্লস ফিনি, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক আসিফ মাহমুদ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, আপ্যায়ন সম্পাদক আবু বকর নয়ন, সহ সম্পাদক সাইফুল ইসলাম, আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, সদস্য ওমর ফারুক প্রমুখ।