মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী’র প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারের খালেক চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের ভার্চুয়াল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
এসময় আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার এএসএম ওয়াকার উদ্দিন, আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট মালিক মেসার্স আলী এন্ড ব্রাদার্সের লিয়াকত আলী, সমাজসেবক কামাল উদ্দিন, সেকান্তর মিয়া, আবুল কাশেম সওদাগর, আজমপুর বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর, আকতার উদ্দিন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ওচমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, নুরুল আবছার, মিজানুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
সোশ্যাল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সাথে ভার্চুয়াল সংযুক্ত থেকে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের যাত্রা শুরু হয়।