শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এ মঙ্গল শোভাযাত্রা অবশ্যই জাতীয় অনুষ্ঠান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, চট্টগ্রামের ন্যায় এত সুন্দর করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উদযাপন বাংলাদেশের অন্য কোন জায়গায় হয় না। আমার শৈশব কৈশোর এই জায়গায় কেটেছে। ছোটবেলা থেকে এই উৎসব ও সংস্কৃতির মধ্যেই বড় হয়েছি। জাতীয় অনুষ্ঠান বলেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্স মাধ্যমে এ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। সুতরাং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এ মঙ্গল শোভাযাত্রা অবশ্যই জাতীয় অনুষ্ঠান।

শুক্রবার (১৯ আগস্ট) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণ’র জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষের মিলিত রক্ত¯্রােতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছিলো। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়ীক রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্যই গঠিত হয়েছিল বাংলাদেশ । যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান হাতে হাত ধরে যুদ্ধ করেছেন, এমনকি জীবন দিয়েছেন। আমাদের দেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। দেশে একটি রাজনীতিক দল আছে যারা সাম্প্রদায়ীকতাকে পুঁজি করে রাজনীতি করে। তারা নির্বাচন আসলে সাম্প্রদায়ীক উষ্কানী দিয়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়। এমনকি আওয়ামী লীগকে গলাগল করে বলে আওয়ামী লীগ হিন্দুদের দল। কিন্তু আমরা মনে প্রাণে বিশ^াস করি আওয়ামী লীগ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষের দল।

মন্ত্রী বলেন, আপনাদের মনে আছে গতবছর দূর্গাপূজার সময় কুমিল্লার ঘটনার সেই রাতে আমি নির্ঘুম রাত কাটিয়েছি। পরের দিন আমি নিজে সেখানে ছুটে গিয়েছিলাম। আমি রংপুরেও গিয়ে আমি খবরাখবর নিয়েছিলাম। আমি আপনাদের অনুরোধ জানাবো এদেশ আপনার আমার সকলের। সুতরাং আনারা হীনমন্যতায় ভোগবেন না। এদেশের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। কেউ আপনাদের আঘাত হানলে প্রতিরোধ করবেন। আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশ আওয়ামীলীগ আপনাদের সাথে আছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে যেন কেউ সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

এসময় বাংলাদেশ শ্রী শ্রী জন্মাষ্টমী মহাশোভাযাত্রা উদযাপন পরিষদের আহŸায়ক মাইকেল দে এর সভাপতিত্বে ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রার শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী ল²ী নারায়ণ কৃপানন্দ পুরী মহারাজ। এসময় সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, সুকুমার চৌধুরী, প্রবীর কুমার সেন প্রধান বক্তা এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন , প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ, লীলারাজ ব্রহ্মচারী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,জামালখান ওয়ার্ড কাউন্সিল শৈবাল দাশ সুমন প্রমূখ বক্তৃতা করেন। এছাড়াও চন্দ্রাশীষ ভট্টাচার্য্য আশীষসহ বিভিন্ন মঠমন্দিরের প্রতিনিধিদের সাহযোগীতায় মন্দিরের পক্ষে বর্ণীল ব্যানার ও পোষ্টার হাতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ নরনারীবৃন্দ মঙ্গলশোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন