পটিয়ায় পিকআপ দুর্ঘটনায় হেলপার নিহত
চট্টগ্রামের পটিয়ায় পিকআপ উল্টে ডোবায় পড়ে গেলে ওই পিকাপের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর হৃদয় (১৪) বাঁশখালী উপজেলার মনকির চর গ্রামের মোহছেন আলীর ছেলে।
পটিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পিকআপটি হঠাৎ করেই পটিয়া মনসা চৌমহনী এলাকায় উল্টে গিয়ে ডোবায় পড়ে যায়। তখন গাড়ীতে থাকা কিশোর হেলপারটি চাকার নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সামান্য আঘাতপ্রাপ্ত ড্রাইবার সুকৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ায় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় পিকআপের হেলপার কিশোরটি মারা গেছে। ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গাড়ীটি জব্দ করে থানায় রাখা হয়েছে।