উচ্ছেদ দখলের লুকোচুরি খেলায় লাভবান কারা

নগরজুড়ে সরকারি জায়গা, ফুটপাত একদিকে দখল হয়, অন্যদিকে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করে সংশ্লিষ্ট দফতর। কিন্তু উচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই পুনরায় দখল হয়ে যায় ফুটপাত, সড়ক কিংবা সরকারি খালি জায়গা। এতে জনমনে প্রশ্ন “উচ্ছেদ-দখলের এ লুকোচুরি খেলায়“ লাভ কার ?

একদিকে সরকারি অর্থ ব্যয় করে উচ্ছেদ অভিযান, অপরদিকে আবারও তা বেহাত, তাইলে নামকাওয়াস্তে এ অভিযান কেন ?

কেউ কেউ বলছেন, জায়গার ভ্যালু বাড়ানোর জন্য তৃতীয় পক্ষ প্রশাসনকে ম্যানেজ করে এ অভিযান পরিচালনা করিয়ে থাকেন। আবার কেউ কেউ বলছেন, অন্যের দখলে থাকা জায়গা উচ্ছেদ শেষে নিজের কজ্বায় আনার জন্য কেউ কেউ তদবির করে, টাকা খরচ করে অভিযান পরিচালনা করিয়ে থাকেন।

আরও পড়ুন