রাউজানে গলায় ফাঁস দেয়া অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার
বিয়ের মাত্র ছয় মাসের মাথায় রাউজানে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম মোজাহিদা মিনা (১৮)।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে শয়নকক্ষের দরজা ভেঙে সিলিংফ্যানের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা কি-না ময়নাতদন্তের রিপোর্টের আগে বলা যাচ্ছে না।
নিহত গৃহবধূ উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শেখ মনসুর আলী বাড়ির মো. রুহুল আমিনের পুত্র প্রবাসী মোহাম্মদ হারুনের স্ত্রী। বিগত ছয় মাস পূর্বে প্রবাসী হারুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন উপজেলার বাগোয়ান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মো. নুরুল হুদার কন্যা মোজাহিদা মিনা।
স্থানীয় ইউপি সদস্য জগদীশ বড়ুয়া জানান, মঙ্গলবার সকাল ১১টায় দিকে গৃহবধূর শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখা যায়। পরে তার শ্বশুরসহ বাড়ির লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় বিষয়টি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আরিফকে জানান।
পরে ইউপি চেয়ারম্যানসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গৃহবধূ মোজাহিদা মিনার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় শয়নকক্ষের সিলিংফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।
ঘটনাস্থল পরিদর্শনকারী পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল বলেন ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।