দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকরে জীবনযাত্রার মান সহনীয় পর্যায়ে আনার দাবিতে ভিক্ষার থালা হাতে একদল সাধারণ মানুষ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, দ্রব্যমূল্যের যে গতি তাতে পথে বসে ভিক্ষা করা ছাড়া আর কোন গতি নেই। বাজারে এমন কোনো পন্য নেই যার দাম বাড়েনি কিন্তু সে অনুপাতে নিন্মবিত্ত ও মধ্যবিত্তের আয় রোজগার বাড়েনি। ফলে পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকাও এখন দুষ্কর হয়ে পড়েছে। তারা আরও বলেন, পণ্যের দাম সরকার যা বলে, বাজারে তারচেয়ে অনেক বেশি। এ দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে মানুষ দিশেহারা হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে বক্তারা দাবি করেন।
বক্তারা বলেন, জ¦ালানী তেলের দাম না বাড়ালে দেশের মানুষের এত দূর্গতি হতো না। এক জ¦ালানী তেলের দাম বাড়ার অজুহাতে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। চাল ডাল তেল মরিচ লবন আটা ময়দা সুজি চিনি চা দুধ ডিম শাক সবজি সকল পণ্যের দামই বাড়তি। বড় ব্যবসায়ী, প্রবাসী কিংবা সরকারী চাকুরীজীবীদের কষ্ট কম হলেও বেসরকারী চাকুরীজীবী ও শ্রমিকদের জীবন এখন স্তব্দ হওয়ার পথে বলে বক্তারা দাবি করেন।
তারা জ¦ালানী তেলসহ সকল পণ্যের দামের উর্দ্ধগতি রোধে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে দাবি করেন।
মানববন্ধনে কোনো রাজনৈতিক দলের নেতাদের দেখা না গেলও সাধারণ মানুষকে দাড়িয়ে তাদের বক্তব্য তুলে ধরতে দেখা যায়।