আনোয়ারায় কর্মজীবী নারীদের শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার উদ্বোধন

আনোয়ারায় কর্মজীবী নারীর শিশুদের জন্য ডেকে কেয়ার সেন্টার চালু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরাতন কক্ষে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ডে কেয়ার সেন্টারের কার্যক্রম পরিষদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ্, প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, শিশু সন্তানকে নিয়ে কর্মজীবী মায়েরা উদ্বেগ, উৎকন্ঠার মধ্যে থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের পূরাতন কক্ষটিকে ডে কেয়ার সেন্টারে রূপান্তরের পরিকল্পনা করেছিলাম।

তিনি আরও বলেন, পূর্ণ ভালোবাসা ও মাতৃত্ব স্নেহে শিশুদের লালন-পালনের নিশ্চয়তাসহ সারা দিন প্রি-স্কুলিং, আঁকা, গান গাওয়া, নাচসহ ইত্যাদির প্রাথমিক শিক্ষাও এখানে রয়েছে। সিসি ক্যামরায় রয়েছে নজরদারী। বলতে গেলে শিক্ষা ও খেলাধুলা সাথে বেড়ে উঠা শিশুর দ্বিতীয় বাড়িই এটি।

আরও পড়ুন