সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সীতাকুন্ডে সাংসদ সদস্য দিদারুল আলম দিদার বলেন, ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে ১৫ আগস্ট লিপিবদ্ধ হয়ে থাকবে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতরা ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহিৃত হয়ে থাকবে। তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

সকালে সীতাকুণ্ড উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানিক লাল বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুউদ্দীন রাশেদ, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ আলহাজ্ব এস এম আল মামুন, পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, উপজেলা আ.লীগের সহ সভাপতি আ.ম.ম দিলসাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।

তাছাড়া সীতাকুন্ডের সৈয়দপুর,বারৈয়াঢালা,পৌরসভা,মুরাদপুর,বাড়বকুন্ড,বাশঁবাড়ীয়া,কুমিরা,সোনাইছড়ি,ভাটিয়ারী,
সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

আরও পড়ুন