জাতীয় শোক দিবসে সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ।

সোমবার (১৫ আগস্ট) চট্টগ্রাম নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদের আহ্বায়ক আকতার জামান শাহীন, পরিষদের উপদেষ্টা সদস্য মাকসুদের রহমান, মোশাররফ হোসেন লিটন, সদস্য সচিব সালাউদ্দিন বাবু, পরিষদের সদস্য রিদোয়ানুল বারী পাখী, শাহ্ নিয়াজুল আলম নিয়াজ, আনোয়ার হোসেন মিলন, আব্দুল হান্নান, মনিরুজ্জামান চোধুরী রিদোয়ান, সাজ্জাদ হোসেন লোহানী, ফসিউল আলম সমীর, মোঃ আবু হায়দার, দেলোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজাউদ্দৌলা সুজন, মিজানুর রহমান বাবু, দাউদ খালেদ চৌধুরী কাইজার, রিদোয়ান চৌধুরী, কাজী ফরহাদ আব্বাস, শাহজামান আরজু প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে দিতে চেয়েছিলো। কিন্তু তাদের সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়ে গেছে। বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে।

আরও পড়ুন