চন্দনাইশে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো বসতঘর

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। রবিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারটার দিকে চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের গাছবাড়িয়া বটতল এলাকায় আহমদ শাফা চৌধুরীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৯নং ওয়ার্ডের কাউন্সিলর লোকমান হাকিম জানান, অগ্নিকান্ডে মৃত মো. শফির স্ত্রী আলেমা খাতুনের বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ষ্টেশন মাষ্টার শাহ্ আলম জানান, রবিবার রাত সাড়ে ১২টায় গাছবাড়িয়া বটতল এলাকায় অগ্নিকান্ডের খবরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন