নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হলো এসএসসি-২০০০ ব্যাচের মিলন মেলা। এসএসসি ২০০০ ব্যাচ মিরসরাই উপজেলার আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্ধু সাইফের চিকিৎসায় ফান্ড হস্তান্তর, এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ, লেকে নৌকা ভ্রমণ ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান। শুক্রবার (১২ আগস্ট) দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কের লেকের স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণ, হৈ হুল্লোড়, গল্পগুজব, নাচ-গান, আড্ডা-কবিতার মাধ্যমে বন্ধুরা যেন ফিরে যায় স্কুল জীবনের ফেলে আসা দিনগুলোতে। স্কুল ঘিরে সোনালী দিন নিয়ে আলোচনায় কাটে একেকটি মুহুর্ত। উৎসবের আমেজে পরিণত হয় মহামায়া লেক।
বেলা বাড়ার সাথে সাথে মিরসরাই উপজেলার এসএসসি বন্ধুদের সাথে ঢাকা, চট্টগ্রাম, সীতাকুন্ড ও ছাগলনাইয়ার বিভিন্ন স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরাও অনুষ্ঠানে যোগ দেওয়ায় আরও প্রাণবন্ত হয়ে উঠে। সময়ের সাথে সাথে একজন দু’জন করতে করতে সামান্য সময়ের ব্যবধানে ৫ শ যুবকের জমায়েত হয়ে যায়।
এসএসসি ২০০০ ব্যাচের সলিম উল্লাহ, নুরুল করিম, শহিদুল ইসলাম রুবেল, নুর উদ্দিন সবুজ জানান, আজ সবাই একসাথে মিলিত হতে পেরে খুবই আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে সেই ২০-২২ বছর আগে স্কুল জীবনে ফিরে গেলাম। আয়োজক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এমন চমৎকার আয়োজন করার পাশাপাশি মানবিক কর্মকান্ড করার জন্য। ভবিষ্যতেও যেন এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করছি।
মিলন মেলা অনুষ্ঠানের আয়োজক কমিটি জানান, আমাদের পরিচয় আমরা সবাই বন্ধু। এখানে কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে কোন দলের সেটা দেখা হয় না। এখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই একে অপরের বন্ধু, জয় হোক বন্ধুত্বের।
আয়োজক কমিটির অন্যতম মাকসুদ আলম শাহীন বলেন, ২০০০ ব্যাচের বন্ধু সাইফের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, লেকে নৌকা ভ্রমণ, ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা সম্পন্ন হয়েছে।