চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র সহযোগিতায় শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত ওই বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রীকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক টিংকু কান্তি দাশ, রায়জোয়ারা ওয়ার্ড আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সহ-সভাপতি হারুন-অর-রশিদ, অভিভাবক সদস্য আবু তালেব, শিক্ষক তাহেরা বেগম, ফাহমিদা মাহমুদ, ফাতেমা বেগম, ইমা প্রভা ধর, দোহাজারী ব্লাড ব্যাংক অ্যাডমিন মাইনুদ্দিন হাসান, জুনায়েদ সালেহ, মেহেরুল হাসান, রাশেদুল ইসলাম, খন্দকার মো. সাইফুদ্দিন, কামরুল ইসলাম, কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, সহ-কার্যকরী সদস্য রাজন বড়ুয়া, সাজ্জাদ হোসেন, সাব্বির হোসাইন অভি, আশরাফুল ইসলাম, সরোয়ার হোসেন সোহান, সাইফুল ইসলাম আসিফ, মো. ফয়সাল প্রমূখ।