শীঘ্রই পূর্ণাঙ্গ হচ্ছে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটি
যারা দুঃসময়ে মাঠে আছে, তারাই হবে মূল্যায়িত : সাইফ মাহমুদ জুয়েল
নিবেদিত প্রাণ ত্যাগী কর্মীদেরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হবে। দুঃসময়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যারা দলের জন্য কাজ করে যাচ্ছে তারাই প্রকৃত জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক। বিশেষ করে চলমান লড়াইকে আদর্শিক লড়াই হিসেবে যারা নিয়েছে আমরা তাদেরকে পদে নিয়ে আসতে চাই। তাদেরকে যথাস্থানে সেট করাই আমাদের মূল টার্গেট। কর্মীবান্ধব সৎ মেধাবী ছাত্রনেতারাই ছাত্রদলের ভ্যানগার্ড। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার ফিরিয়ে আনার চলমান আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত কোন নেতার অবমূল্যায়ন হবে না বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
শীঘ্রই জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান। তবে কৌশলগত কারণে এক্ষুনি দিনক্ষণ বলা যাচ্ছেনা বলেও তিনি সংযুক্ত করেন।
খচলতি বছরের ১৭ এপ্রিল ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের আংশিক কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে মনোনীত করা হয়।
আংশিক কমিটি গঠনের পর দেশের বিভিন্ন ইউনিটে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষিপ্তভাবে কিছু কমিটি দেয়া হলেও এখন পর্যন্ত গঠিত হয়নি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। আংশিক কমিটি গঠনের পর প্রায় ৫ মাস অতিবাহিত হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারায় বিএনপি হাইকমান্ড কিছুটা নারাজ। দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের কাজ সমাপ্ত করার জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক সূত্রে জানা গেছে। ছাত্রদল নেতৃবৃন্দও সেই মর্মে কমিটি গঠনের কাজ জোরেশোরে এগিয়ে নিচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
কবে নাগাদ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হতে পারে সে বিষয়ে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বার্তা২৪.কম-কে বলেন, আমরা চেষ্টা করছি আগস্টের মধ্যেই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার জন্য। সেই লক্ষ্যে আমাদের কাজ পুরোদমে চলছে।