ঘর পুড়েছে আগুনে, রাত কাটছে উঠোনে

অগ্নিকান্ডে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় চট্টগ্রামের হাটহাজারীতে এক পরিবারের ঠাঁই হয়েছে উঠোনে। খোলা আকাশের নিচে চলছে রাত্রি যাপন। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মনসুরাবাদ কলোনির পশ্চিমে গলাচিপা এলাকায়।

বুধবার (১০ আগস্ট) রাত ৯ টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তের ভাষ্যমতে, মির্জাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মনসুরাবাদ কলোনির পশ্চিমে গলাচিপা এলাকায় একটি বসতঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা সারা ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছারখার হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোঃ সুজন (২২) এ বিষয়ে বলেন, বাবা মা’কে হারিয়ে আমরা তিন ভাই মোঃ ডালিম (৩২) আমি ও মোঃ ইব্রাহিম (২০) এই ঘরে বসবাস করছি। আমরা তিন জনেই দিনমজুর। ঘটনার সময় আমরা ঘরের বাইরে থাকায় কিভাবে আগুনের সূত্রপাত হয় তা বলতে পারছিনা। আমরা এখন নিঃস্ব, ঘরসহ আমাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, আমাদের মাথা গুজার টাইও নেই।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার মোঃ ফজল মিয়ার নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, তবে তার আগেই পুরো বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করেন ফায়ার সার্ভিসের লিডার ফজল মিয়া।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন।

এসময় তিনি বলেন, চোরে চুরি করলে দেওয়াল হলেও থাকে কিন্তু আগুনে পুড়লে কিছুই থাকে না। এখানে যা দেখছি সব পুড়ে ছাই। আমরা সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরিতে সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, ইউপি ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো।

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় ওই ওয়ার্ডের সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও হাটহাজারী মডেল থানার এসআই রফিক ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন