চন্দনাইশে ২১শ ইয়াবাসহ যুবক আটক
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ হাজার ১শ ইয়াবাসহ ফাইসাল নুর ওরফে ফয়সাল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার কালা মিয়ার ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”